ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস
  7. খেলাধুলা
  8. চাকুরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নোয়াখালী মিডিয়া
  13. প্রবাসের খবর
  14. বিনোদন
  15. মিডিয়া
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাট পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৪

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি’সহ ১জন এবং কবিরহাট থানার নিয়মিত মামলায় ৩জন আসামী’সহ ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন- কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার ৬ নভেম্বর কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি সিএনজি’সহ আসামী মো.সজীব হোসেন (৩০),পিত:মৃত নুর আমিন ওরপে নুর মিয়া,গ্রাম: উত্তর ঘোষবাগ, ৯নম্বর ওয়ার্ড (নুর মিয়ার নতুন বাড়ী), কবিরহাট পৌরসভা। অপর আসামীরা হলেন, মো.কালাম (৩২) পিতা: জয়নাল, গ্রাম: নরসিংহপুর (সিদ্দিক মাঝি বাড়ি), ১নম্বর ওয়ার্ড, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন, কবিরহাট, মো. ওহাব (৪৪), পিতা: আতিক উল্যাহ, গ্রাম: রামপুর, ৫নম্বর ওয়ার্ড ও দোলোয়ার হোসেন (৪০), পিতা-সিরাজুল ইসলাম, গ্রাম: রামপুর, ০৬নম্বর ওয়ার্ড, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন, মাননীয় পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এস,আই মোঃ মনির হোসেন ও এস,আই মোঃ হাবিবুর রহমান’সহ কবিরহাট থানার একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছে। এধরনের অভিযান চলমান আছে।