ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১বছর পর গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
মে ৬, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান ভুঁইয়া হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জুলফিকার কে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (৫ মে) রাতে তাকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত জুলফিকার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, পলাতক আসামি মো. জুলফিকারের বিরুদ্ধে ২০১৪ সালের ২৫ মে দায়েরকৃত একটি হত্যা মামলার রায় হয়।  লক্ষ্মীপুর জ্জআদালতের দেওয়া রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল জুলফিকার।  তাকে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব।  

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বাইপাস রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়াকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।

রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।  সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি ৩আসামির মৃত্যুদণ্ড ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেন।