
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মা ও শিশু মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন ।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জামিলা সুলতানা (২১) ও তার শিশুকন্যা ফাতেমা আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশায় করে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে আসে। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চালক সহ দুই জন। ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।