ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীতে জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

জহিরুল হক জহির
মে ১২, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ৭টায় নোয়া কনভেনশন হলে  বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমীর জনাব ইসহাক খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভুঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব কাজী নজরুল ইসলাম খাদেম।

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন,  তৃনমুল পর্যায়ে আমাদেরকে মানুষের অন্তর জয় করার জন্য বেশী করে দ্বীনের প্রতিফলন ঘটাতে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে নিরলস ভাবে কাজ করতে হবে।

তবেই মানুষ মনে করবে- জামায়াত কর্মী মানে সত্যিকারের সমাজকর্মী। তিনি নেতৃস্থানীয় মানুষদেরকে ইসলামি নেতৃত্বের জন্য কাছে নিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলাম খাদেম বলেন, আমাদের মুয়ামেলাত সংশোধন করে ইসলামি মুয়ামিলাতের জীবন্ত প্রতিবিম্ব হতে হবে। তবেই মানুষ দলে-দলে জামায়াতে ইসলামীতে যোগ দিবে, ইসলামী আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এর সঞ্চালনায় দারসে কুরআন পেশ করেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন কর্মশালার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ৷