মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সুবর্ণজয়ন্তী কার্যনির্বাহী কমিটি। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কাজী নজরুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। এবং সুবর্ণজয়ন্তী’র উপদেষ্ঠা কমিটি, কার্যনির্বাহী কমিটি, তথ্য প্রকাশনা কমিটি, অডিট কমিটি, রেজিস্ট্রেশন কমিটি, অর্থ কমিটি, ম্যাগাজিন কমিটি সহ মোট ২২ টি কমিটি ঘোষনা করা হয়।সুবর্ণজয়ন্তী উদযাপন সম্পন্ন করতে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের কে আগামী ২০ শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আত্মীয়-স্বজন ছেলে মেয়ে সুবর্ণজয়ন্তীতে অংশগ্রহণ করতে পারবে। এতে বলা হয়েছে ৪ বছরের নিচে কারো রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে না। বর্তমানে বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে। ১৬ বছরের উপরে প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীরা ১০২৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বাবু শিমুল চন্দ্র দাস, মহিব উল্যা মহিব, মাসুদ রুবেল, নিলয়, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ উদ্দিন, হৃদয় কামাল, সাংবাদিক মোহাম্মদ ছানা উল্যাহ, লিটন চন্দ্র দাস, আবুল বাসার, কামাল উদ্দিন চৌধুরী, মুজাহিদুল ইসলাম সোহেল, মোঃ ইমাম উদ্দিন সুমন সহ সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।