মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
বুধবার (১৯জুন) এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত দুই দিনব্যাপী দফায় দফায় আলোচনার পর অত্র স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আপাতত ৪৮ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে আলোচনা সাপেক্ষে আহ্বায়ক সদস্য বৃদ্ধি করা হবে।
অত্র স্কুলের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামকে আহ্বায়ক করে যুগ্ন আহ্বায়ক হিসেবে রয়েছেন, বেলাল হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন স্বপন, অহিদুর রহমান নয়ন, শহীদ উল্লাহ বাচ্ছু, এডভোকেট আবু বক্কর সিদ্দিক, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন নিপু, নাজির উল্লাহ নাসির,
কাজী নজরুল ইসলাম, নূরনবী চৌধুরী, ডাক্তার আব্দুল মন্নান ভূঁইয়া, ফজলুল হক ফজলু, ইলিয়াস উদ্দিন সোহাগ, নাহিদ সুলতানা জলি, ডাক্তার মোঃ আব্দুর রহিম, মোহাম্মদ বদিউল আলম, পারভিন আক্তার, মাসুদ আলম (প্রবাসী), ইসমাইল হোসেন, ডাক্তার রিফায়েত হোসেন অপু, আব্দুল করিম, মোঃ সাইফুল্লাহ খসরু, আজাহার চৌধুরী, মোহাম্মদ আলী আকবর, আবুল বাশার সোহাগ, পাপড়ি রানি দাস,
এডভোকেট শফিক উল্লাহ সুমন, আব্দুল্লাহ আল মাসুদ রুবেল, ফজলুল হক কছি,আব্দুল্লাহ আল মামুন জাভেদ, মাহিনুর রহমান, হাফিজ উল্লাহ শামীম, ডাক্তার জাকির হোসেন, মোঃ আব্দুস শহীদ নোমান, ডাক্তার মাইন উদ্দিন বাবলু, মাহবুবুর রহমান হৃদয়, সাবিহা শারমিন, অলি উদ্দিন, মাহবুবুল হক, আব্দুল জলিল, আলাউদ্দিন আলো, মহিব উল্লাহ মহিব, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ রাসেল উল্লাহ, ফাবিহা রহমান ঐশী, জেরিন তানজিন সামান্তা, রিয়াজ উদ্দিন, সহীদ উল্লাহ রিপন, হাজেরা খাতুন বিউটি।