নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ (২৬), ফিরোজ (২৫), জুলফিকার (২৩), মজনু (৩০), মান্নান (৩২) এবং দুলাল (২২)।
রোববার (৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়া স্টেশন কমান্ডার বাবুল আক্তার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
নোয়াখালী মিডিয়া/নিউজ