ঢাকাশনিবার , ১ অক্টোবর ২০২২
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সমৃদ্ধির বাংলাদেশ গড়ছেন শেখ হাসিনা: বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ।

admin
অক্টোবর ১, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

আবদুর রহমান জাহাঙ্গীর:

জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন ও সমৃদ্ধির সোনার বাংলা গড়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ায় দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

গত বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ বিকালে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন মিলনায়নে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আয়োজিত  ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত সমৃদ্ধির বাংলাদেশ গড়ছেন জননেত্রেী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা যেমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, লাল সবুজের পতাকা পেতাম না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্ম না হলে আজকের উন্নয়নশীল সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবার স্বপ্ন দেখেছিলেন, আজ তাঁরই সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক সেই অসমাপ্ত স্বপ্ন ও সমৃদ্ধির বাস্তবায়ন করে যাচ্ছেন।

পিতার কোনো স্বপ্নই অপূর্ণ রাখছেন না তিনি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একইভাবে পিতাকে অনুস্মরণ করে, জাতির পিতার আদর্শ ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিবছরের ন্যায় এবারও বাংলায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ় প্রত্যয় ও আত্মবিশ্বাসের মধ্য দিয়ে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশ ও বাঙালি জাতিকে বার বার সাহসী বীরের জাতি হিসেবে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করছেন এবং নিজেকে নিয়ে গেছেন বিশ্বনেতার কাতারে।

বক্তারা বলেন, আমরা যখন শ্লোগান দিই, শেখ হাসিনার সরকার, বার বার দরকার, এটা শোনে বিরোধী দলের নেতাকর্মীদের গাত্রদাহ হয়, তারা যেনো সহ্য করতে পারে না। কিন্তু আমরা বলি, শেখ হাসিনার সরকার শুধু বারবার নয়, হাজার বার, কোটি বার দরকার, বাংলাদেশ যতোদিন থাকবে, ততোদিন শেখ হাসিনার সরকারই থাকবে। আমরা বলি, যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করেন। শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠানে, নিজের লেখা গান পরিবেশন করেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সহ সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয় বাউল শিল্পী সমিতির দপ্তর সম্পাদক  কণ্ঠশিল্পী মোল্লা মতিন দেওয়ান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক (এম ফারুক), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক (গ্রেট-১) বিকর্ণ কুমার ঘোষ, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরিচালক অধ্যাপক কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী শরিফ উদ্দিন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ডা. নিশাত শারমিন নিশি, এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পার্সন (এআইপি) বদরুল হায়দার বেপারী। সভায়, সভাপতিত্ব করেন সংগঠনের  প্রতিষ্ঠাতা সভাপতি (কেন্দ্রীয় কমিটি) মো: জহির উদ্দিন মবু এবং অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের সমন্বয়ক আনোয়ার উদ্দিন রুনু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা শিখা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ বেলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাংস্কৃতিক মতিন দেওয়ান, কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক শফিউর রহমান কাজী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আবু জাহিদ সাদিক, নরসিংদী জেলা শাখার সভাপতি ড. জেসমিন মুন, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নুরুল হক প্রধান, নেত্রকোনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল আমিন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাহমুদ হোসাইন, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি রিপন বেপারী। এছাড়া, কণ্ঠশিল্পী এম আর জব্বার, শামসুজ্জামান আনসারী, জান্নাত আরা খান, আব্বাস ফারুকী, শাহনাজ সাথী প্রমুখ।

নোয়াখালী মিডিয়িা/নিউজ