ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

আসন্ন ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন

জহিরুল হক জহির
মার্চ ১৯, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

ঈদুল ফিতরের টানা ৫দিন সরকারি ছুটির সঙ্গে এবার আগে ও পরে মিলছে স্বাধীনতা দিবস, শবেকদর ও সাপ্তাহিক ছুটি। ঈদুল ফিতর উপলক্ষে এবারই প্রথম ৫ দিনের ছুটি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ কেটে যাবে ছুটির মধ্যেই।

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌ-পথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৩১মার্চ (সোমবার)। ৩১মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

ছুটি মূলত শুরু হচ্ছে ২৬মার্চ স্বাধীনতা দিবসের দিন। এরপরের দিন ২৭মার্চ এক দিন অফিস খোলা থাকলেও অফিস ঢিলেঢালা হবে মনে করা হচ্ছে। পরদিন ২৮মার্চ (শুক্রবার) শবেকদর। ২৯মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি। ২৬মার্চ থেকে ৫এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দুই দিন অফিস খোলা। সেই দুই দিন অফিস স্বাভাবিক কার্যক্রম হওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা।