
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল ১২ বস্তা টিএসপি, ২৮ বস্তা কার্ব পুরোনো সার ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চরআমান উল্যাহ ইউনিয়নের স্বপ্ন মার্কেটে খুচরা সার বিক্রেতা গোকুল চন্দ্র দাসের নিশিতা ট্রেডার্সের বালাইনাশক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত জনতা জানান, তিনি অসৎ উদ্দেশ্যে ভেজাল টিএসপি সার ও কীটনাশক বিক্রির জন্য গুদামজাত করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল-নোমান’সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং চরজব্বর থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল টিএসপি সার ১২ বস্তা ও ২৮ বস্তা কার্ব পুরনো সার বিক্রির অপরাধে সার বিক্রেতা গোকুল চন্দ্রকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনতার উপস্থিতিতে সার গুলো বিনষ্ট করা হয়। এমন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারায় নিবন্ধনহীন সার ও কীটনাশক মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিক গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার জরিমানা করেছে।