ঢাকাশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর সব নদী ও খালে অবৈধ বাঁধ অপসারণে হাইকোর্টের নির্দেশ

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সব নদী ও খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

এতে নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভুলুয়া নদীতে অবৈধ দখলের ঘটনা তদন্ত ও অবৈধ বাঁধ অপসারণে সময় বেঁধে আদেশ দেওয়া হয়েছে। আদেশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ দখলের ঘটনায় তদন্ত শুরু করতে হবে। তদন্তপূর্বক ১০ কর্ম দিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে হাইকোর্টকে প্রতিবেদন দিতে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা আবদুস সাত্তার পালোয়ান জনস্বার্থে ভুলুয়া সহ সব খাল অবৈধ দখল থেকে মুক্ত করতে রিট আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রথম শুনানিতে ভুলুয়া নদী ও খাল থেকে অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।

সন্ধ্যায় অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান বলেন, ভুলুয়া এলাকায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। এজন্য প্রথমেই ভুলুয়া নদী থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে তদন্ত করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

 

তদন্ত শেষে নদী ও খাল থেকে অবৈধ বাঁধ অপসারণের জন্য ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বাঁধ অপসারণের মাধ্যমে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককে হাইকোর্টে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। রিটের পূর্ণাঙ্গ শুনানিতে এই দুই জেলার সবগুলো খাল অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করার জন্য আদেশ দিতে পারেন হাইকোর্ট।

 

জানা গেছে, সাত্তার পালোয়ানের দায়ের করা রিটে নৌপরিবহন সচিব, নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও ৭ উপজেলা নির্বাহী অফিসারদেরকে বিবাদী করা হয়েছে।

 

রিটে নদী ও খাল দখলরোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। একইসঙ্গে ভুলুয়া নদী ও সকল খাল দখলদারদের নিকট থেকে খরচ আদায় করে দখলমুক্ত করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

 

গত ২৩ আগস্ট একটি জাতীয় দৈনিক ‘ভুলুয়া নদীর দখল ও অব্যবস্থাপনা : পানিবন্দি লক্ষ্মীপুর ও নোয়াখালীর ৩ লাখ মানুষ’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন রিটে যুক্ত করা হয়।

 

নদীটি নোয়াখালী থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর জেলার মাঝ দিয়ে দক্ষিণে গিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীর দুই তীরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অন্তত ২০টি ইউনিয়ন অবস্থিত। নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ ইউনিয়ন গুলোর মানুষ রয়েছেন চরম দুর্ভোগে।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মধ্য দিয়ে মেঘনা নদীর সঙ্গে সংযুক্ত ভুলুয়া নদীর লক্ষ্মীপুর অংশের দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার। জলাধারটি আগে গড়ে ৩০০ মিটার চওড়া হলেও এখন কমে গড়ে ১০০ মিটার হয়ে গেছে।