
মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর, নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামে শাহাদাত হোসেন নিশাত এর বসতঘর দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই গেছে।
শুক্রবার (২১মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার সময় শাহাদাত হোসেন নিশাত এর বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইব্রাহিম ও মেহেরাজ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় শাহাদাত হোসেন নিশাতের ঘরে আগুন লাগলে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি পরে সুবর্ণচর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন নিশাত জানান, ২০২২ সাল থেকে জায়েদ হোসেন ওরফে একা খান এর সাথে বসতবাড়ির জায়গা-জমি বিরোধ চলছে। জায়গা-জমির বিরোধের জেরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলছিল। এতে সে আমাকে প্রায় হুমকি-ধুমকি দিতো।
গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মামলার হাজিরা দেওয়ার জন্য উকিল চেম্বারে গেলে উকিল এবং মোহরারদের সামনে সে আমাকে বিভিন্ন রকমের হুমকি দেয়। কিন্তু গত ২০ মার্চ বৃহস্পতিবার সে আমাকে আমার পরিবার সহ মারধর করে বাড়ি থেকে বের করে দিলে, আমি আমার শ্বশুর বাড়িতে আশ্রয় নিই।
শুক্রবার রাতে আমাদের স্থানীয় বাজারে ইসমাইল সওদাগরের দোকান থেকে আমাকে ডেকে বাইরে নিয়ে আসে আমাদের এলাকার ভান্ডারী। তখন ভান্ডারী আমাকে বলে তোমার বাড়িতে আগুন লেগেছে। তখন আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বাড়িতে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে সুবর্ণচর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সুবর্ণচর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, রাত ১১ টা ৫ মিনিটের সময় আগুনের খবর পেয়ে আমার টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযুক্ত জাহেদ হোসেন (একা খানের) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ব্যাপারে আমি কিছুই জানিনা ওইদিন আমি বাড়িতে ছিলাম না।