ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নোয়াখালীতে তরুণের মৃত্যু

সুবর্ণচর প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানির দরজার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত মোটরসাইকেলে করে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আলী আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।