
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার (২ মার্চ) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শারুপ (১৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির নুর নবীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,‘ভোরে মাদ্রাসায় আরবি পড়তে যাওয়ার পথে শারুপ ভিকটিমকে রাস্তা থেকে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় এক পথচারী দেখে ফেলায় সারুপ পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করে আসামী পক্ষের লোকজন । ভিকটিমের মা সঠিক বিচারের দাবিতে স্থানীয় আপস-মীমাংসারতে রাজি হয়নি। একপর্যায়ে ভিকটিমের মাকে নগদ অর্থের প্রলোভন দেখানো হয়”।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌয়জুল আজিম বলেন, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে’।