ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন সচিব নাজমুল আহসান

জহিরুল হক জহির
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

জহিরুল হক জহির >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের উড়ির চরক্রসড্যাম নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয় এর সচিব নাজমুল আহসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পানি সম্পদ মন্ত্রণালয় এর সচিব নাজমুল আহসান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের উড়িরচরের নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কুমিল্লার প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল)(বাপাউবো),  মোঃ আবু তাহের, ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, নোয়াখালী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী এবং উপ-বিভাগীয় প্রকৌশলী জানে আলম ও নোয়াখালী পানি উন্নয়ন উপ বিভাগ এবং অন্যান্য উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

সচিব নাজমুল আহসান প্রকল্প এলাকায় উপস্থিত জনগণ ও উপকারভোগীদের সাথে সংশ্লিস্ট বিষয়ে আলোচনা করেন। উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম এ অঞ্চলের আর্থসামাজিক ও অর্থনৈতিক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ণ ভূমিকা রাখবে মর্মে জানান। উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক অর্পিত ক্রয় (Delegated Procurement) হিসেবে বাস্তবায়ন হবে মর্মে জানান তিনি।

আলোচনা শেষে সচিব উড়িরচর ক্রসড্যাম এর এলাইনমেন্ট বরাবর স্পিডবোট যোগে পরিদর্শন করেন এবং পরবর্তীতে উড়ির চর থেকে স্বন্দীপ চ্যানেল হয়ে সন্দ্বীপ জাহাজীর চর এর মাঝামাঝি দিঘারপাড় এর কালাপানিয়া এলাকায় গমন করে, সেখানে স্থানীয় জনগণ সহ নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম পানি উন্নয়ন (বিভাগ-২) তানজির সাইফ উপস্থিত ছিলেন।

সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জনগণের সাথে সচিব প্রস্তাবিত ড্যাম সহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আলোচনা করেন এবং জনগণের মতামত জানতে চান। এসময় জনগণ জানান স্বন্দীপ এর সাথে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থা দরকার তার জন্য স্বন্দীপ জাহাজীর চর ও নোয়াখালীর মধ্যে ক্রসড্যাম হলে খুব ভালো হবে। সেখানে বেড়িবাঁধ, রেগুলেটর ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে মর্মে নির্বাহী প্রকৌশলী জানান। সচিব জনগণের ভাবনা ও মতামত কে গুরুত্ব দিয়ে কাজ হাতে নেওয়া হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

এরপর স্বন্দীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর এর নার্সারী খালের গোড়া এলাকায় গমন করে, সেখানে উপস্থিত জনগণ ও উপকারভোগীর সাথে আলোচনা করেন। উড়িরচর নোয়াখালী ক্রসড্যাম এ অঞ্চলের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অভূতপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় এবং চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগের আওতায় প্রস্তাবিত প্রকল্প নিয়ে সকলকে অবগত করেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানান। এরপর সচিব মহোদয় স্বর্ণদীপ (জাহাজীর চর)নোয়াখালী এর প্রস্তাবিত ক্রসড্যাম এলাকা সার্বিক তথ্য পর্যালোচনা করেন এবং নোয়াখালী হয়ে ঢাকা গমন করেন।