ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালী সুবর্ণচরে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ ছানা উল্যাহ, নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিষ্কার রাস্তার মাথায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (২৭জানুয়ারি) বেলা ১২টার সময় সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের পরিষ্কার রাস্তার মাথায় এই যুবক নিহত হয় ।

নিহত মোহাম্মদ হাবিব পশ্চিম চর জব্বর গ্রামের চর ওয়াপদা ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আবুল বাশার (বাসুর) ছেলে।

স্থানীয়রা  এবং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ কাদির এর বরাতে জানা যায়, হাবিব হারিছ চৌধুরীর বাজার  ( আটকপালিয়া)  থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন, পথে পরিষ্কার রাস্তার মাথায় এলে একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাবিব মোটরসাইকেল সহ ট্রাকের নিচে ঢুকে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, নিহতের মরদেহ তার নিজ বাড়িতে আনা হয়েছে কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।