
মোহাম্মদ ছানা উল্যাহ, নিজস্ব প্রতিনিধি >>> সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বি এন পির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান এর আশু রোগমুক্তির কামনায় নোয়াখালীর সুবর্ণচরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারী) জুমার নামাজের পর বায়তুন নূর জামে মসজিদে উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আলী আহছান মোহাম্মদ তারেক এর উদ্যোগে মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় আলী আহছান মোহাম্মদ তারেক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের জন্য সবার কাছে দোয়া চান।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং চর জুবিলী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মহি উদ্দিন কন্ট্রাক্টার, সাবেক ছাত্রনেতা মোঃ জাকির হোসেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবুল খায়ের। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।