ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

হযরত মুহাম্মদ (সাঃ) কে কুটুক্তির প্রতিবাদে সুবর্ণচরে হেফাজতের বিক্ষোভ মিছিল

Link Copied!

Spread the love

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কুটুক্তির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিল করেছে। 

 

মঙ্গলবার (১অক্টোবর) বিকেল ৫টায় সুবর্ণচর উপজেলার মুক্তি চত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচর শাখা।

 

হেফাজতে ইসলাম সুবর্ণচর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা গোল চত্তরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সুবর্ণচর শাখার সভাপতি  মাওলানা মোসাদ্দেকুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নোয়াখালী শাখার আমির মাওলানা নিজাম উদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়নের বিরুদ্ধে ওই দেশের রাজ্য সরকার কোন কার্যকর ব্যবস্থা না নেওয়াই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট করবো। এ সময় তিনি মহান আল্লাহ, প্রিয় রাসূল (সাঃ) ও কুরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রনয়ণের জন্যেও সরকারের নিকট জোর দাবি জানান।

 

মিছিল শেষে হেফাজতে ইসলাম সুবর্ণচর শাখার সেক্রেটারি মাও: মোবাশ্বেরুল বারি তার বক্তব্যে বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণ প্রিয় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীর অবমাননাকারীদের বিচার চাই।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম নোয়াখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, সুবর্ণচর শাখার সিনিয়র নায়েবে আমির মুফতি মোঃ ওমর ফারুক। প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী,  সুবর্ণচর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছু উদ্দিন প্রমুখ।