ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর কবিরহাটে ইমাম মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল হক জহির
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে জামাতে ইসলামীর উদ্যোগে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ইমাম মুয়াজ্জিন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর)বিকালে উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইমাম মুয়াজ্জিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামাতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

উপজেলা আমীর ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, জেলা ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা এবং হাফেজ আব্দুল্লাহ সাইফুল, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলি উল্লাহ, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন গাজী, কবিরহাট পৌরসভা আমীর মাওলানা ফজলুল্লাহ ও বাটইয়া ইউনিয়ন আমীর মাওলানা হাফেজ নুর হোসাইন।

 

সম্মেলনে বক্তারা বলেন, আল্লাহর নির্দেশ অনুশারে মানুষকে ষঠিক পথের নির্দেশনা দিতে হবে। ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের যাবতীয় অনাচার,সন্ত্রাস, মাদক, নারী পাচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে মানুষকে বিরত রাখতে ভুমিকা রাখবেন। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে বলে আমরা আশা করি। তবেই সকল শহীদের আত্না শান্তি পাবে। সম্মেলনে সকল শহিদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।