দেশের প্রথম সারির জাতীয় দৈনিক- দৈনিক আমার সংবাদ এর ১যুগ ফুর্তি উপলক্ষে নোয়াখালীতে দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধিদের প্রস্তুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (১৪ই মে) সকালে জেলা শহরে একটি স্হানীয় পত্রিকা অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্তথেকে ১যুগ ফুর্তি উপলক্ষে সংবাদ, বিজ্ঞাপন ও পত্রিকার প্রচার-প্রসারসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, দৈনিক আমার সংবাদ এর মফস্বল সম্পাদক হাবিবুর রহমান ।
এ সময় তিনি জেলা ও উপজেলা প্রতিনিধিদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং পত্রিকার মান আরও উন্নত করার জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, কবির হাট প্রতিনিধি জহিরুল হক জহির, কোম্পানিগন্জ উপজেলা প্রতিনিধি এমএস আরমান, সোনাইমুড়ী প্রতিনিধি জসিম ও সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আরিফ সবুজ।
মতবিনিময় সভায় জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ বলেন, সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা মহোদয়ের নির্দেশ মোতাবেক আগামী ৩০ মে দেশের বহুল প্রচারিত শীর্ষ ৮ম স্থানে অবস্থানকারী জাতীয় দৈনিক আমার সংবাদের ১যুগ ফুর্তি উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।
এ জন্য সকল উপজেলা প্রতিনিধিদের শুভেচ্ছা বিজ্ঞাপন ও এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ এবং উন্নয়ন মূলক সচিত্র প্রতিবেদন তুলে ধরতে সকলের প্রতি গুরুত্বারোপ করেন।
জেলা প্রতিনিধি সকল উপজেলা প্রতিনিধিদেরকে তাদের উপজেলা সমুহে দৈনিক আমার সংবাদ এর যুগ ফুর্তি পালনের প্রতি দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সবার মঙ্গল কামনা করে প্রস্তুতি সভা শেষে জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ এর সৌজন্যে সকল প্রতিনিধিদের নিয়ে শহরের একটি অভিজাত হোটেলে মধ্যহ্ণভোজের আয়োজন করেন।