ঢাকামঙ্গলবার , ১৪ মে ২০২৪
  1. Uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস
  7. খেলাধুলা
  8. চাকুরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নোয়াখালী মিডিয়া
  13. প্রবাসের খবর
  14. বিনোদন
  15. মিডিয়া

এসএসসিতে দুবার ফেল করেও বিসিএস ক্যাডার হলেন কিভাবে?

জহিরুল হক জহির
মে ১৪, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

বর্তমান সময়ে দেখা যায় অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ কোন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল খারাপ হলে অথবা ফেল করলে হতাশ হয়ে বিভিন্ন ধরনের অঘটন ঘটায়।

অথচ তারা একটি বার যদি ভাবতো শুধু বেশি নাম্বার পাওয়া কিংবা পাশ করাই যে জীবনের একমাত্র সফলতা তা কিন্তু নয়।

এখানে একজন বিসিএস ক্যাডার এর শিক্ষা জীবনের কিছু কথা তুলে ধরা হয়েছে। যাতে সবাই অনুপ্রেরণা পায়।

৩৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছিলেন তাইমুর শাহরিয়ার। তবে তাইমুরের এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার গল্পটি সহজ ছিল না।

ফেল করার পর যেখানে অনেকেই হতাশ হয়ে যায় সেখানে এসএসসিতে দুবার অকৃতকার্য হয়েও হাল ছাড়েননি তাইমুর।

স্কুলের সব শ্রেণীতেই তার রুল ১নম্বর হওয়ার পরও এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে অকৃতকার্য হন তিনি। অনাকাঙ্ক্ষিত ফলাফল বিপর্যয় শুনে ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক।

পরিবার কিংবা আত্মীয়-স্বজন সবাই হতবাক। তাইমুরের ভাষায়, ‘এটা ছিল অবিশ্বাস্য। সেই অনুভূতিটাও কখনও বলে বোঝানো সম্ভব নয়”।

সবার সান্ত্বনা ও সাহসে পরবর্তী বছর পরীক্ষা দিলেন তাইমুর। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, আবারও রসায়নে ফেল। জীবনের এমন করুণ হতাশার মুহূর্তে তার বাবার কয়েকটি কথায় সাহস করেই অপেক্ষার প্রহর গুণতে গুণতে সামনে অগ্রসর হয়েছিলেন তিনি।

তাইমুরের বাবা বলেছিলেন, ‘জ্বলার মতো আগুন থাকলে, একদিন তা জ্বলে উঠবেই। দেরিতে হলেও। প্রতিভা থাকলে, তা একদিন প্রকাশ পাবেই। তাই ঘাবড়ানোর কিছু নেই।

অবশেষে ২০০৩ সালে বরগুনার আমতলী এম ইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৭৫ নিয়ে পাস করলেন তিনি।

এরপর আমতলী ডিগ্রি কলেজ থেকে ২০০৫ সালে এইচএসসিতে জিপিএ ৪.৮০ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

অবশেষে ২০০৯ সালে অনার্স এবং ২০১০ সালে মাস্টার্স শেষ করেন।

ততদিনে ফলাফল বিপর্যয়ের ঘটনাটি অতীত। এরপর থেকে পুরোদমে চলতে থাকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি।

৩১তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাশ করলেও পরবর্তী ধাপ অতিক্রম করতে পারেননি।

৩২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়নি।

অবশেষে ৩৩তম বিসিএসে আকাশচুম্বী আত্মবিশ্বাসের ফলে গৌরবের সঙ্গে উত্তীর্ণ হন দুবার ফেল করা ছাত্রটি।

পছন্দ তালিকার প্রথমে পুলিশ ক্যাডার এবং দ্বিতীয়টি প্রশাসন ক্যাডারে থাকলেও তাইমুরের ভাগ্যে ছিল শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার গৌরবময় স্থান।

শিক্ষা ক্যাডারে প্রথম হওয়ার পর তাইমুর শাহরিয়ারের প্রথম কর্মস্থল ছিল বরগুনা সরকারি মহিলা কলেজ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে আড়াই বছর চাকরি শেষে ২০১৭ সালের ১ মার্চ বদলিভিত্তিক পদায়নে ঢাকার সরকারি কবি নজরুল কলেজে আসেন।

সফলতা সম্পর্কে তিনি বলেন, আমি হয়তো সাময়িকভাবে মচকে গিয়েছিলাম কিন্তু ভেঙে পড়িনি। বাকিটা আত্মবিশ্বাস আর পরিশ্রমের মাধ্যমে আজ আমি সফলতা অর্জন করতে পেরেছি।

এই ঘটনা থেকে আমরা যেটা বুঝলাম তা হলো – তিনি তার পরিবারের সদস্যদের থেকে ভালো অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়েছিলেন বলেই তাকে হতাশা গ্ৰাস করতে পারেনি।