ইসলাম শিক্ষা আল্লাহ প্রদত্ত শিক্ষা। আল্লাহ বিশ্বনবী (সঃ) কে প্রথম-ই বলেননি,সালাত কায়েম করো,যাকাত আদায় করো,সৎকাজে আদেশ করো,অসৎকাজে নিশেধ করো,দ্বীন প্রতিষ্ঠা করো। এগুলো না বলে, বরং প্রথম শব্দ-ই নবী (সঃ) কে বললেন – اقراء – বা পড় তোমার প্রভূর নামে। তাই আল্লাহর নামের পড়াটা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ করা হয়েছে। তাইতো বিশ্বনবী (সঃ) বলেছেন :
“طلب العلم فريضة على كل مسلم و مسلمة”
★★ ইসলাম শিক্ষার ঞ্জানার্জন ফরজ:★★
যারা নিজেকে মুসলমান দাবি করবে তাদেরকে অবশ্যই ইসলামী জ্ঞানার্জন করতেই হবে। তাহলে আল্লাহ ও তাঁর রাসূল(সঃ) এর হুকুম পালন করা হবে, এতে করে এই বান্দা-বান্দীর উপর আল্লাহ খুশি থাকবেন। আর এদের উপর তাঁর রহমত বর্ষন হতে থাকবে।তাইতো রাসূল সঃ এর বাণী-
“দ্বীনের জ্ঞান অর্জনকারীদের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকাও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে”।
★★নৈতিক শিক্ষার জ্ঞান অর্জন ★★
ইসলাম শিক্ষা সর্বজনীন।যা মানব জাতির নৈতিক শিক্ষা কে মজবুত করে থাকে। এ শিক্ষায় যাদুর মত খারাপ শিক্ষার স্হান নেই। ভোজবাজির সুযোগ নেই।কোন প্রকার অশ্লীল নেশারও স্হান নেই। তাই নৈতিক শিক্ষার মূলমন্ত্র হচ্ছে ইসলাম শিক্ষা।
★★ আদর্শ মানব গঠনে ইসলাম শিক্ষা ★★
বিশ্বনবী সঃ সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ প্রদত্ত এই ইসলাম শিক্ষা শ্রেষ্ঠ মানব গঠন করে থাকে। নবী সঃ ছিলেন শিক্ষক, সাহাবীগন ছিলেন ছাত্র। নবী সঃ এই শিক্ষায় সোনার মানব তৈরি করেছেন। যেমন আবু বকর রাঃ, উমর রাঃ, উসমান রাঃ, আলী রাঃ। সকলেই ছিলেন শ্রেষ্ঠ মানুষ। তাই আদর্শ মানব গঠনে ইসলাম শিক্ষার বিকল্প নেই,।কারণ- আল্লাহর বাণী — ان الدين عند الله السلام ★
★★ শ্রেষ্ঠ নেতা তৈরীতে ইসলাম শিক্ষা ★★
নবী সঃ ইসলাম শিক্ষার মাধ্যমেই শ্রেষ্ঠ নেতা তৈরি করেছেন যেমন : হযরত উমর রাঃ। যার মতো নেতা বিশ্বের ইতিহাসে বিরল।যিনি সকল জনগনের হক্ব অক্ষরে অক্ষরে বুঝে দিয়েছেন।
★★ নাগরিক গঠনে ইসলাম শিক্ষা ★★
যে শিক্ষায় দেশ প্রেম, সততা, ন্যায়পরায়নতা, আল্লাহ ভীতি, শিক্ষা দেয়, এর মাধ্যমেই শ্রেষ্ঠ নাগরিক গড়ে ওঠে, সমাজ হয় আলোকিত।
★★অর্থনৈতিক সফলতায় ইসলাম শিক্ষা ★
ইসলাম শিক্ষার অন্যতম একটি পাঠ হলো ইসলামী অর্থনীতি। যাতে সুদ হারাম, আর যাকাত ফরজ। যাকাত ভিত্তিক অর্থনীতি সর্বকালেই সফল অর্থনীতি।তাই যাকাত ভিত্তিক অর্থনীতি বুঝতে ইসলাম শিক্ষার বিকল্প ভাবা যায় না। ুর মধ্যেই অর্থনীতির সফলতা।
★★ সুস্বাস্থ্য সংস্কৃতিতে ইসলাম শিক্ষা ★★
ইসলাম শিক্ষা, শিক্ষা দেয় আসল সংস্কৃতি যা সমাজ, জাতিকে সুস্হ্য ও আকর্ষনীয় করে তোলে। যাতে থাকে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি।
পরিশেষে বলা যায় যে, ইসলাম শিক্ষা ছাড়া কোন ক্ষেত্রেই সফলতা সম্ভপর নয়। ইসলাম শিক্ষাই দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে নাজাতের ব্যবস্হা করে থাকে। তাই দায়িত্বশীলদের অবশ্যই এটা অনুধাবন করা প্রয়োজন।
লেখক:
মোঃ হুমায়ূন কবীর।
বিএ, (অনার্স) বিএড,এমএ।
প্রভাষক (ইসলাম শিক্ষা)
আমিনুর রহমান কলেজ মহম্মদপুর, মাগুরা।