মোহাম্মদ ছানা উল্যাহ >>> নোয়াখালীর সুবর্ণচরে প্রবাসী ও প্রবাসীর পরিবারের উপর হামলা করে তাদের বসতঘর দখলের চেষ্টার অভিযোগে হামলাকারীদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার।
শুক্রবার (২৯ মার্চ) বেলা ৩টায় সুবর্ণচর প্রেসক্লাবে চরওয়াপদা ইউনিয়নের পূর্ব চরজব্বর গ্রামের নুর উদ্দিন (৪০) নামে এক প্রবাসী ও তার স্ত্রী রোকছানা আক্তার এবং ছোট বোন শিমু আক্তারকে সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
ভুক্তভোগী নুর উদ্দিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তার ছোট ভাই জহিরুল ইসলাম বসত ঘর দখল করার জন্য তাকে ও তার স্ত্রীকে প্রায় সময় মারধর এবং মা-বাবাকে নানা রকম হুমকি ধমকি দিচ্ছে।
ভুক্তভোগী অভিযোগ করে আরও বলেন, আমি জীবনের দীর্ঘ ১৯ বছর প্রবাসে থেকে মা-বাবা ও ছোট ভাই-বোনদের ভরন পোষণ দিয়ে আসছি। আমি কঠোর পরিশ্রম করে নিজে আলাদা বাড়ি করে ঘর করেছি শান্তির বিবেচনা করে। পুরান বাড়ি ছোট ভাইদের ছেড়ে দিয়েছি এসেছি। নতুন বাড়িতে আমি আমার মা-বাবাসহ থাকি।
এরপরও বিভিন্ন অজুহাত তুলে আমার ছোট ভাই জহিরুল সহ আরও দুই ভাই এবং তাদের সহযোগীরা মিলে বিভিন্ন সময় আমাদেরকে নানা ভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। গত ২৩ মার্চ সকালে জহিরুল আমার বাড়িতে এসে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে আহত করে। পরে আমার স্ত্রী ও এলাকার লোকজন আমাকে উদ্ধার করে চরজব্বর হাসপাতালে এনে ভর্তি করায়।
ঘটনার পরদিন সকালে আবারও তারা ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি দল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং আসবাবপত্র বাহিরে পেলে দেয়। তখন আমার স্ত্রী ও সন্তানরা ভয়ে একটি কক্ষে দরজা বন্ধ করে আশ্রয় নেয়। এসময় হিজবুত তাওহিদের সদস্য আহসান হাবিব নামে এক লোক এসে আমার ঘর ও বাড়ির একটি ভুয়া ভিডিও তৈরি করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আমাদেরকে নানা ভাবে হেয় প্রতিপন্ন করছে। আমি সমাজের কারও কাছে কোনো বিচার পাইনি। আমি আপনাদের মাধ্যমে এর উপযুক্ত বিচার দাবী করছি।
এ ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।