ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি নোয়াখালীর নাবিকদের বাড়িতে আহাজারি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিক সহ করে রেখেছে।

প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু জাহাজে উঠে নাবিকদের জিম্মি করে রেখেছে। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুই জন নাবিকের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

 

তারা হলেন, এবিল সি-ম্যান (নাবিক) হিসেবে মোহাম্মদ আনোয়ারুল হক রাজু (২৭) ও ফাইটার হিসেবে মোহাম্মদ সালেহ আহমেদ। এর মধ্যে মোহাম্মদ আনোয়ারুল হক রাজু নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রাম পুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রাম পুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে। আরেক নাবিক মোহাম্মদ সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় জানতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। সরেজমিনে দেখা যায়,নাবিকদের পরিবারের সদস্যরা আহাজারি করছে।

জলদস্যুদের হাতে জিম্মি হওয়া নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজুর গ্রামের বাড়িতে এ খবর পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

 

নাবিক রাজুর বাবা আজিজুল হক মাস্টার জানান, রাজু গত সাত বছর ধরে জাহাজে নাবিক হিসেবে কাজ করছে। গত বছর জুলাই মাসে সে ছুটিতে বাড়িতে এসেছিলো। সর্বশেষ চার মাস আগে সে পুনরায় জাহাজে যোগ দেয়।