
লাল মনির হাটের কালীগঞ্জ উপজেলায় মিউজিক বক্স চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতা বর মন্দা দিঘীর পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ওই এলাকার কোহিনূর রহমানের পুত্র। সে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির ঘরে মিউজিক বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শিশুটি সবার অজান্তে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার নানী বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।