ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নোয়াখালী জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম)।

 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার ১৫ ডিসেম্বর বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। তিনি ২৫তম বিসিএস ক্যাডার অফিসার এবং শরীয়তপুর জেলার বাসিন্দা।

 

নোয়াখালীতে যোগদানের তৃতীয় দিনে তিনি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। সভায় পরিচিতি পর্ব শেষে পেশাগত সফলতা, ব্যক্তিগত বিভিন্ন ভালো উদ্যোগ, জীবনবৃত্তান্ত সাংবাদিকদের মাঝে তুলে ধরেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ এমরান মো:ওসমান সুজন, প্রথম আলোর সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, যমুনা টেলিভিশন এর নোয়াখালী প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ সবুজ, আর টিভি এর নোয়াখালী প্রতিনিধি (দক্ষিণ) গিয়াস উদ্দিন রনি, চ্যানেল আই এর নোয়াখালী প্রতিনিধি আলা উদ্দিন শিবলু প্রমুখ।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো.মোর্তাহিন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।