জহিরুল হক জহির, নোয়াখালী >>> স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিদায়ী কমিটির অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নতুন আহ্বায়ক কমিটি।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সভা কক্ষে সংবাদ সম্মেলন করেছে নব গঠিত আহ্বায়ক কমিটি।
এসময় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন কমিটির আহ্বায়ক এফ এম শাহাদাৎ হোসেন রোমেল, সদস্য সচিব ডা. আবদুস সাত্তার ফরায়েজী ও যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে স্বাচিপ নোয়াখালী আহ্বায়ক কমিটি।
বক্তারা তাদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জেলায় চিকিৎসার মান বৃদ্ধিতে এক সঙ্গে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা বলেন, নোয়াখালীতে আগের কমিটি দীর্ঘদিন থেকে কাজ করছে। কেন্দ্রীয় কমিটি একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছে মূলত আগামী দিনে সম্মেলন করে নতুন করে কমিটি উপহার দিবে। কিন্তু এর আগেই তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
কমিটির আহ্বায়ক ডাঃ এফ এম শাহাদাত হোসেন রোমেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী এবং বিপ্লবী মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে স্বাচিপ নোয়াখালী জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ (৬ বছরের অধিক) কমিটি বাতিল করেন এবং ১৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। উক্ত কমিটিকে সম্মেলন আয়োজন করার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, আমরা অতীব দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে, উক্ত আহ্বায়ক কমিটি ঘোষনার প্রেক্ষিতে বাতিলকৃত কমিটির কতিপয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহনে সম্মিলিত চিকিৎসক পরিষদ নামীয় ব্যানারে গতকাল ২৬ অক্টোবর সকালে একটি বিক্ষোভ সমাবেশ নোয়াখালী জেলা সদর হাসপাতালের সম্মুখে আয়োজন করে। সেখানে ৫-৭ জন চিকিৎসক, হাসপাতালের কয়েকজন নার্স এবং কর্মচারীসহ কিছু বহিরাগত লোকজন বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।
তাদের বিক্ষোভ সমাবেশে আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অশালীন ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। আমরা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এভাবে প্রকাশ্যে জনসম্মুখে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্যের মাধ্যমে চিকিৎসা পেশার মতো মহান পেশাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং চিকিৎসকদের মর্যাদা ভূলুণ্ঠিত করা হয়েছে। এছাড়া এধরনের প্রতিবাদের মাধ্যমে স্বাচিপ কেন্দ্রীয় নেতৃত্বকে ও চ্যালেঞ্জ করা হয়েছে বলে আমরা মনে করি।
আহবায়ক কমিটির সদস্য সচিব ডাঃ আবদুস সাত্তার ফরায়েজী বাবুল বলেন, আপনারা সাংবাদিকরা ইতিমধ্যে পূর্বেকার বাতিলকৃত কমিটির বিভিন্ন অপকর্ম সম্বন্ধে অবগত আছেন। চিকিৎসক সমাজ তাদের হাতে জিম্মি ছিলো।
তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি। এমনকি ডাঃ ফজলে এলাহী ডাঃ মাহাবুব গং এর হাতে সাংবাদিক পর্যন্ত অপদস্থ হয়েছেন।
যার বিরুদ্ধে আপনাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে নোয়াখালী সহ বিভিন্ন জেলায় আন্দোলন হয়েছে। তাদের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের জন্য আমরা দুর্নীতি দমন কমিশন এবং আপনাদেরকে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।