ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীতে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি!

admin
অক্টোবর ৪, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

 

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসাম্মৎ ছকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। 

 

 

সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলি গ্রামের ছকিনা মেম্বারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

 

 

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে খবর পেয়ে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেন।ডাকাতির ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের না হলেও পুলিশ ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ছকিনা মেম্বারের বরাত দিয়ে ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সালাহ উদ্দিন বাচ্চু জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের মুখোশধারী একদল ডাকাত তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুটে নেয়। ডাকাত দল আনুমানিক বিশ মিনিট সময় পর্যন্ত অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

নোয়াখালী মিডিয়া/নিউজ