ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

ইসলাম প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরণীয় মহান বদর দিবস

বিশেষ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ইসলাম প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরণীয় মহান বদর দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ই রমজান মঙ্গলবার (১৮মার্চ)ঐতিহাসিক মহান বদর দিবস এবং অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির সাধনায়,রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার  উদ্যোগে মুসলিম মিল্লাত এর মহান ইমাম আল্লামা ইমাম হায়াত এর উপস্থিতিতে সালাতু সালাম মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল অনুষ্ঠানে ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ বলেন, বদর-ওহোদ-সিফফিন-কারবালা-তোমাদেরই আলোকধারায় সব মুমিনের পথচলা। বদর ওহোদে হকের পক্ষ ও দুশমন এবং সিফফিন কারবালায় হকের পক্ষ ও দুশমন ভিন্ন বেশে একই ধারা।

অনুষ্ঠানে আল্লামা ইমাম হায়াত বলেন, আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধ্বাংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমান-দ্বীন-খেলাফত-মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতা রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস।

বদর ওহোদে আল্লাহতায়ালার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে যারা ইসলাম উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলো, সিফফিন কারাবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন খুনি বাগী মোনাফেক মোয়াবিয়া ও কাফের মাগদুব এজিদ চক্রের নেতৃত্বে খলিফাতুর রাসুল মাওলায়ে আলা মাওলা আলী-ইমামে আকবার ইমাম হাসান- ইমামে আকবার ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরূদ্ধে তথা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল।

ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা- রক্ষায় প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-কল্যাণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার শপথে পালন করুন মহান বদর ও সকল জিহাদ ও শাহাদাতের আমানত।