ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীর কুতুবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বিদায়ী দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে কুতুবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দাখিল পরীক্ষার্থী বিদায়ী দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মীর মোশাররফ মোঃ মোস্তফা বলেন,  অ্যান্ড্রয়েড মোবাইল শিক্ষার্থীদের জন্য বিষের মতো। বিষ যেভাবে শরীরকে ধ্বংস করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, অ্যান্ড্রয়েড মোবাইলও ঠিক তেমনি আস্তে আস্তে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করে শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষ করে দেয়।  তিনি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অভিভাবকদেরকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান। মাদ্রাসার মিলনায়তনে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও মাদ্রাসার অবসরে যাওয়া তিন শিক্ষক ও এক কর্মচারীর বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় অবসর নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায়কালীন সংবর্ধনা দেন মাদ্রাসা কর্তৃপক্ষ। ৬৬জন দাখিল পরীক্ষার্থী বিদায়ী দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা নুর নবী। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে প্রিন্সিপ্যাল শিক্ষার্থীদের কল্যাণে মোনাজাত করেন।