ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীতে নিখোঁজের ৭দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে (১৮মাস বয়সী) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ। 

সোমবার (২৭জানুয়ারী) বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে।

পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল (গত ৭দিন ধরে নিখোঁজ ছিল)নিখোঁজ হয়।

আজ  সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশের পাশাপাশি দুটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।