
নোয়াখালীর সেনবাগ উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কের হাজনী খাল নামক স্থানে স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাবুল হোসেন প্রকাশ জামাই বাবুল (৫৫) নামের এক সবজী বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত বাবুল হোসেন বেগমগঞ্জ উপজেলার দিনেশগঞ্জ গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তা নগর গ্রামের দানিজ বাড়িতে (শ্বশুর বাড়ীতে) বসবাস করতেন। এবং নিজের উৎপাদিত সবজী রিকশা ট্রলি ভ্যানে করে বিক্রি করতেন।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি সবজী বিক্রি করে হাজনীখাল এলাকার ফোরলেন মহাসড়কের ইউটার্ণ পার হওয়ার সময় স্টারলাইন বাস সবজী বিক্রেতা বাবুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় এলাকাবাসী ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান,বিষয়টি হাইওয়ে পুলিশের, এগুলো হাইওয়ে পুলিশ দেখাশুনা করে। আমাদের সহযোগীতা লাগলে আমরা সহযোগীতা করি।