ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীতে দু’দিনে সাপের কামড়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি

নোয়াখালী জেলা প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে গত দু’দিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক ভাবে আহতদের সবার নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ দিনের টানা বৃষ্টি ও ফেনী মুহুরী নদীর পানি নোয়াখালীতে ঢুকে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু থেকে মাথা পরিমাণ পানি উঠে যায়।

 

এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সর্প দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

 

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত শুক্রবার ৯ জনকে এবং এর এক দিন আগে বৃহস্পতিবার ২৬ জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসা-বাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে।  অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।