নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী হাতিয়ায় ৩৯ বোতল বিদেশি মদ সহ মো: রাসেল নামে এক যুবক কে আটক করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. রাসেল নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া গ্রামের মো: মানিক মিয়ার ছেলে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে কোষ্টগার্ডের একটি টিম।
এসময় একটি যাত্রীবাহী ট্রলার থাকা রাসেল কে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে এসব মদের বোতল পাওয়া যায়।
কোষ্ট গার্ডের ধারনা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মদ হাতিয়ায় বিক্রি করার জন্য এনেছে সে। আটক রাসেল কে বিকালে জব্দ করা মদ সহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোষ্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল শাফিউল কিঞ্জল জানান, রাসেলের বিরুদ্ধে কোষ্টগার্ড বাদি হয়ে মাদক আইনে হাতিয়া থানায় একটি মামলা করে। দেশের উপকুলীয় এলাকায় মাদক, চোরাচালান ও আইনশৃংখলা রক্ষায় কোষ্টগার্ড কাজ করে যাচ্ছে।
নোয়াখালী মিডিয়/নিউজ