সংসদে সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে সোমবার (১ জুলাই) জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বিভিন্ন দেশের কারাগারে ১১ হাজার ৪৫০জন বাংলাদেশি নাগরিক আটক আছে।
মন্ত্রী বলেন, দূতাবাস গুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে ২জন, মিশরে ৬জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন,
কোরিয়ায় ৬জন, শ্রীলঙ্কায় ৩জন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় ৯জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনে ১৯১ জন, আরব আমিরাতে ৪০৪ জন, ইন্দোনেশিয়ায় ৪৯ জন, সৌদি আরবে ৫৭৪৬জন, মালয়েশিয়ায় ২১৯ জন,
আলজেরিয়ায় ৫জন, থাইল্যান্ডে ৪জন, লেবাননে ২৮ জন, গ্রিসে ৪১৪ জন, ইরাকে ২১৭ জন, তুরস্কে ৫০৮ জন, মায়ানমারে ৩৫৮ জন, জাপানে ২জন, জর্ডানে ১০০ জন, ওমানে ৪২০ জন, মোজাম্বিকে ৪জন, বেলজিয়ামে ২জন, মালদ্বীপে ৭০ জন এবং বন্ধু দেশ ভারতে ১৫৭৯জন বাংলাদেশী নাগরিক আটক রয়েছেন।