ঢাকাবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, বাস যাত্রী নিহত!

admin
নভেম্বর ৩, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো. আলাউদ্দিন (১৮) নামে ০১ বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো. মোস্তফার ছেলে।
তিনি আরো বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তার এটিআই অফিসের সামনে পৌছালে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে ঘটনাস্থলে ০১ বাস যাত্রী নিহত আরও ৩ জন আহত হয়েছেন।
নোয়াখালী মিডিয়া/নিউজ