ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীতে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত ও মানবতার মুক্তির সাধনায়, রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নোয়াখালী জেলা শাখার উদ্যোগে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬মার্চ) বিকালে নোয়াখালী জেলা সদরে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন হাসান আহমেদ, মশিউর রহমান মিন্টু, তাহেরুল ইসলাম, মুফতি শফিক উল্লাহ মিয়াজী, হাফেজ মোহাম্মদ মোমেন উল্লাহ, তৌহিদুল ইসলাম আকাশ’সহ নোয়াখালী জেলার অনান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক-আল্লামা ইমাম হায়াত এর রমজানের শিক্ষা তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, রোজা ঈমানদারদের জন্য আত্মিক উন্নয়ন ও সাফল্য লাভ এবং বিপর্যয় থেকে রক্ষায় এক অপরিহার্য্য দ্বীনী স্তম্ভ ও জীবনের অবিচ্ছিন্ন অংশ যার মূলে রয়েছে দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমের অভিযাত্রা ও নৈকট্য সাধনা এবং যার শর্ত হলো আত্মার ঈমানী শুদ্ধতা।

অপশক্তির গ্রাস থেকে আত্মার প্রাণপ্রবাহ তথা সত্যের প্রবাহধারা ও দ্বীন রক্ষায় এবং পবিত্র কলেমা দ্বীনের দিকদর্শনে জীবনের সার্বভৌমত্বের ভিত্তিতে সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড প্রাকৃতিক বিশ্ব ব্যবস্থা রক্ষায় মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে রমজানুল মোবারকেই মহান জিহাদে বদরে অবতীর্ণ হতে হয়েছিল ।

প্রাণপিয় আহলে বায়েত ও মহামান্য খোলাফায়ে রাশেদীন ও মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম ই সত্যের মাপকাঠি এবং দ্বীনের প্রকৃত রূপরেখা, তাঁদের পথই আহলে সুন্নাত, তাঁদের আদর্শ পূর্ণাংগ, তাঁরা আমাদের মহান মাতাগণ ও পিতৃগণ একই সাথে দ্বীন ও জীবনের আত্মিক এবং রাজনৈতিক সব দিকে মাতা-পিতা সবাই পূর্ণাংগভাবে কাজ করেছেন এবং দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম তাঁদের উপর সর্বোচ্চ সন্তোষ্টি ঘোষনা করেছেন। যার উর্ধ্বে আর কোন মর্যাদা ও উচ্চতা নেই ।

মহান সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুম তথা দ্বীনের প্রকৃত ধারা উৎখাত করে যারা মা-বোনদের অতি পর্দার নামে ইসলামের দায়িত্ব তথা ঈমানের পবিত্র কলেমারই অস্বীকার এবং শিক্ষা ও জীবনের বিকাশ থেকে বঞ্চিত করে দ্বীনকে বিকৃত এবং মিল্লাতকে পংগু করতে চাইছেন ও দ্বীন-মিল্লাতকে ভুয়া আধ্যাত্মিকতার নামে অরাজনৈতিক গন্ডীতে আবদ্ধ করতে চাইছেন, তারা প্রাণপ্রিয় মহামহিম আহলে বায়েত মহান মকবুল সাহাবায়ে কেরামের পথ থেকে বিচ্যুত ও ঈমান দ্বীনের ধ্বংসাত্মক শত্রু এবং সব বাতেলের প্রতিষ্ঠার দোসর, যাদের কারণে আমাদের আজকের চরম ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছে এবং জীবন ও জগতের সব কিছু অপশক্তির গ্রাসে চলে গেছে ।

সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস সমগ্র মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।