ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীর শিরীন গার্ডেনে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রবেশ ফ্রি

নোয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অবস্থিত শিরীন গার্ডেনে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রবেশে লাগবেনা টিকিট।  

গত সোমবার রাত সাড়ে ৯টা সময় তেঁতুলতলা বাজারে অবস্থিত নোয়াখালীর অন্যতম বিনোদন কেন্দ্র শিরীন গার্ডেনের কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে নৈশভোজ ও আলোচনা সভায় শিরীন গার্ডেনে বৃদ্ধদের বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রবেশে লাগবেনা টিকিট বলে জানায় কর্তৃপক্ষ।

 

শিরীন গার্ডেনের সত্তাধিকারী সিদ্দিকী নাছির উদ্দীন বলেন,আনন্দ-বিনোদন ছাড়া মানুষ বাচতে পারেনা। মানুষের আনন্দ-বিনোদনের জন্য এখানে শিরীন গার্ডেন করা হয়েছে। এই নোয়াখালীর মানুষ আনন্দ বিনোদনের জন্য আর অন্য কোথাও যেতে হবে না।

 

নাছির উদ্দীন বলেন, মানুষের জন্য কিছু করার চিন্তা করে আমি এখানে শিরীন গার্ডেন নামক একটি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহন করি। এখানে দেখার মত এবং আনন্দ বিনোদনের জন্য অনেক কিছু রেখেছি। যা নোয়াখালীতে আর কোথাও নেই।

 

আমরা এখানে একটি “শহীদ হল” নামে কমিউনিটি সেন্টার চালু করা হয়েছে। এখানে কোন অনুষ্ঠান করতে কোন প্রকার ভাড়া দিতে হবে না। শুধুমাত্র প্রবেশ টিকিটের মূল্য দিতে হবে। এখানে অনুষ্ঠান করতে বাহির থেকে কোন কিছুই আনতে হবেনা। ডেকোরেশন থেকে শুরু করে হাড়ি-পাতিল, বাবুর্চি, গরু জবাই স্থান এবং রান্না করার স্থান অত্যাধুনিকভাবে আমি তৈরি করে রেখেছি।

 

সিদ্দিকী নাছির উদ্দীন আরো বলেন, এই শিরীন গার্ডেনে আমি অতি দ্রুত আরো কিছু সেবা নিয়ে আসবো। যাতে থাকবে একটি মসজিদ, একটি আন্তর্জাতিক মানের লাইব্রেরি। যে লাইব্রেরিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু-কিশোররা এসে পড়ালেখা করতে পারবে। এতে কোন টাকা-পয়সা দিতে হবে না। এখানে থাকবে অভিজ্ঞ শিক্ষক’সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস ও এসির ব্যবস্থা।

 

দূর-দুরান্ত থেকে যারা আসেবেন তাদের থাকার জন্য (রাত্রি যাপন)  অত্যাধুনিক কয়েকটি কটেজ নির্মাণ করা হয়েছে। এত থাকা, খাওয়া ও বিনোদনের জন্য সু ব্যবস্হা রয়েছে।

এখানে ফ্যামিলি সুইমিং ফুল ও কমন সুইমিং ফুল করা হবে। এই শিরীন গার্ডেনে ৭০ বছরের উপরে বৃদ্ধ ও প্রতিবন্ধী  এবং সাংবাদিক ও পুলিশ প্রবেশ করতে কোন টিকেট লাগবেনা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, আমি এই শিরীন গার্ডেনে এসে আনন্দিত হয়েছি। ঘুরে-ঘুরে দেখে আমি অবাক হলাম এই অজোপাড়া গ্রামে এত সুন্দর একটা বিনোদন পার্ক তৈরি হয়েছে এবং শিরীন গার্ডেনের মালিক সিদ্দিকী নাছির উদ্দীনের ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে।

 

আমি বিশ্বাস করি উনার সকল পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হওয়ার পর নোয়াখালীতে সর্বশ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসেবে স্থান পাবে এই শিরীন গার্ডেন। তিনি শিরীন গার্ডেনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক রেজাউল করিম, জহিরুল হক জহির, মো. হাসান রবিন, আব্দুল্যাহ, নুর আলম বিপ্লব, মো. সেলিম, জহুরুল হক জহির’সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।