ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কৃষি ও কৃষক
  9. খেলাধুলা
  10. চাকুরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. দূর্নীতি
  15. ধর্ম

নোয়াখালীতে নতুন বই না পেয়ে হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী জেলা প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী হিসাব রক্ষকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচ অভিযোগ করে বলেন, অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্টর পরিচয়ে আব্দুল কাদের রাহীম নামে এক ব্যক্তি বেলা ১১টার দিকে আমার কার্যালয়ে আসেন।

এ সময় তিনি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ইংরেজী ভার্সনের পাঠ্যবই চায়। তখন আমি তাকে জানাই ইংরেজী ভার্সনের পাঠ্যবই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেওয়া হয়না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তালিকা ফরওয়াডিং দিলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পাঠ্যবই বিতরণ করে। তাৎক্ষণিক রাহীম নামের ওই ব্যক্তি উত্তেজিত হয়ে আমার টেবিলে থাকা ল্যাপটপ বন্ধ করে দেয়। এরপর তিনি আমার দিকে তেড়ে আসেন। হাতাহাতিতে তার হাতের নখের আছড়ে আমার হাতের চামড়া ছিঁড়ে যায়। পরে তিনি আমাকে হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনির হোসাইন অভিযোগ নাকচ দিয়ে বলেন, সহকারী হিসাব কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়নি। সেখানে স্কুলের ডাইরেক্টর আব্দুর কাদের রাহীমের সাথে সহকারী হিসাব রক্ষকের সাথে বাকবিতন্ডা হয়েছে।

অপর এক প্রশের জবাবে তিনি অভিযোগ করে বলেন, জনি আইচ প্রতি বছর বই দিতে আমাদেরকে হয়রানি করে। টাকা ছাড়া কোন কাজ হয়না।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিবেন।