ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর কবিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নোয়াখালী জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”  এই স্লোগানে নোয়াখালীর কবিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

কবিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. এনায়েত উল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মুহাম্মদ সরওয়ার উদ্দীন।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা।

এসময় আরও বক্তব্য প্রদান করেন,উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বি.এন.সি.সি’র সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাবলু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, আইনের পাশাপাশি পারিবারিক ও নৈতিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আগামী প্রজন্ম দুর্নীতি মুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনায়েত উল্যা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।