নোয়াখালীর কবিরহাট থানায় নবাগত ওসি মোঃ শাহীন মিয়া এর সঙ্গে কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকালে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোঃ শাহীন মিয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি সহ সব অপরাধ কমে যাবে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ওসি মোঃ শাহীন মিয়া কবিরহাট থানায় যোগদান করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৈনিক আমার সংবাদ ও ডেইলি ভয়েস অফ এশিয়া প্রতিনিধি জহিরুল হক জহির, দৈনিক মানবজমিন প্রতিনিধি জহুরুল হক ও দৈনিক অবজারভার প্রতিনিধি সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সংগ্রাম প্রতিনিধি আহসান উল্লাহ, দৈনিক জনবাণী কবিরহাট উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম শহীদ, দৈনিক ভোরের কাগজ ও মোহনা টিভি’র উপজেলা প্রতিনিধি মোহাম্মাদ হাছান রবিন, দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি নুর আলম, দৈনিক খবর পত্র উপজেলা প্রতিনিধি মোঃ হারুন, দৈনিক আলোকিত প্রতিদিন কবিরহাট প্রতিনিধি মোঃ হারুন,
দৈনিক বাংলার দূত প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি রুবেল, দৈনিক দিশারীর কবিরহাট প্রতিনিধি তৌহিদুল আনোয়ার আজিম, দৈনিক লাখো কন্ঠের কবিরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সমকাল বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ২৪ এর কবিরহাট প্রতিনিধি রফিকুল্লাহ, দৈনিক আজকের জনবাণী’র কবিরহাট প্রতিনিধি মোঃ শাহজাহান ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ।