ঢাকাবুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে জামায়াতে ইসলামী

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখা।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট বাজারের এক রেস্টুরেন্টে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন স্থানীয় জামায়াতে ইসলামী।

 

কবিরহাট উপজেলার প্রচার বিভাগীয় সেক্রেটারি মনিরুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক। সাংবাদিক জহিরুল হক জহির এর প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন ফারুক বলেন, এখন থেকে জামায়াতে ইসলামী সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয়না। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পূর্বে যারা আমাদের আমিরদের উপর জুলুম নির্যাতন ও হত্যা করা করেছে বিনা দোষে। যাদেরকে হত্যা করা হয়েছে তারা ছিলেন নিরাপরাধ। অথচ সে সময় তারা বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে প্রচার করিয়েছে।

 

সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সমাজের আয়না। বিগত সরকারের সময় আপনারা লিখতে ভয় পেতেন এখন আর ভয় করবেন না। আপনারা সত্য এবং সঠিক তথ্য তুলে ধরবেন।

 

তারা আরো বলেন, ভবিষ্যতে আমরা প্রশিক্ষণ কর্মশালা সহ বিভিন্ন ধরনের মান উন্নয়ন মূলক কাজ করবো সাংবাদিকদের জন্য।

 

বক্তারা আরও বলেন, এ উপজেলায় বন্যায় পানিবন্দি মানুষের মাঝে আমরা ৬০ লক্ষ টাকার এাণবিতরণ করেছি। বন্যা পরবর্তী অসহায় মানুষের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর গুলো মেরামতের কাজ করব।

 

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংবাদিকদের বিভিন্ন অসুবিধা গুলো নিয়ে আলোচনা করেন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিন। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা, উপজেলা বায়তুলমাল সম্পাদক, জনাব ওলি উল্লাহ, পৌরসভা আমীর মাওলানা ফজলুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।