নোয়াখালী জেলার সাংবাদিক কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৯এপ্রিল) ভোরে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোহাম্মদ হানিফ (৪৮) এর মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ হানিফ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নেয়াজ পুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ীর সফি উল্যার ছেলে।
তথ্য সুত্রে জানা গেছে,মঙ্গলবার ঈদ উপলক্ষে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নোয়াখালীতে আসার সময় ভোর ৫টার দিকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোহাম্মদ হানিফ ওরফে (মানিক)। বুধবার ১০ এপ্রিল যোহর এর নামাজের পর নোয়াখালীর নেয়াজ পুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।