নিজস্ব প্রতিবেদক:
নায়ক শাকিব খান ও নায়িকা বুবলির বিচ্ছেদ হয়েছে ৮ মাস আগেই। এ খবর ছড়িয়ে পড়েছে দেশের মিডিয়া গুলোতে। বিষয়টি নিয়ে যে কোনো সময় তারা মিডিয়ার সামনে আসতে পারেন বলে জানাগেছে।
শাকিব খান ও বুবলির ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান ও বুবলির বিয়ের হয়েছিল ২০১৮ সালের ২০ জুলাই। এবং ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।
বুবলি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন ২০২১ সাল থেকেই শাকিব ও তার মধ্যে বিবাদ শুরু হয়, ওই বছরের ১৮ ফেব্রুয়ারি- লিডার, আমিই বাংলাদেশ, সিনেমার সাইনিং অনুষ্ঠানে ২জন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তবুও সিনেমার শুটিং করেছেন।
শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দু’জনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব আরো বেড়ে যায়।
মনোমালিন্য, দূরত্ব, আর বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা ধারনা করা হয়। তবে বিচ্ছেদের কথা অস্বীকার করে বুবলী জানিয়েছেন, এটা গুজব। আমাদের কে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য কুচক্রীমহল বিবাহ বিচ্ছেদের গুজব ছড়াচ্ছেন। তিনি আরো বলেন, এ ধরনের গুজব কারা ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না। তবে শিগ্রই জানতে পারবো। তিনি সবাইকে এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
নোয়াখালী মিডিয়া/নিউজ