ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি বখতিয়ার, সম্পাদক আবু নাসের মঞ্জু

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর গণমাধ্যম অঙ্গনে একের পর এক মামলা, কন্দোল, ক্ষমতার লোভ, প্রতিহিংসার অবসান ঘটলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে।

অনেক জল্পনা কল্পনা শেষে নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে।

এতে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছেন।

প্রায় ৯ বছর ষড়যন্ত্রবাজ, মামলাবাজ একটি মহলের হাত থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হলরুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে শাহ এমরাম মো: ওসমান নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে ২ জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রবীণ সাংবাদিক ও সম্পাদক শাহ এমরাম মো: ওসমান (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দুই জন। এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ ও বাংলা পোর্টাল ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আকবর হোসেন সোহাগ ( বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন প্রবীণ সাংবাদিক নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে দৈনিক গণমুক্তির গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দৈনিক এশিয়া বাণীর আব্দুল মোতালেব (৩০ ভোট)। নুর রহমান (২৩ ভোট) ও মাহাবুবুর রহমান (২৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সকল নেতৃবৃন্দ নোয়াখালীর মিডিয়া অঙ্গনে সকলকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গিকার করেন। এছাড়াও জেলার উন্নয়ন অগ্রযাত্রা, অপব্যবস্থাপনা, অপরাধসহ নানা বিষয়ে জেলাবাসীর পাশে থাকবেন বলে কথা দিয়েছেন।