ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কবিরহাটে দৃষ্টিনন্দন তিনতলা বিশিষ্ট মসজিদের উদ্বোধন

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় একক অর্থায়নে নির্মীত দৃষ্টি নন্দন ৩য় তলা বিশিষ্ট একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (১৬ ফ্রেব্রুয়ারি) পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে উত্তর ঘোষবাগ ৯নম্বর ওয়ার্ডে ইকবানুল নেচা হাসান ইমাম জামে মসজিদ নামে এই দৃষ্টি নন্দন মসজিদের শুভ উদ্বোধন করা হয়।

 

সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পুর্ণ হয়েছে। সাংবাদিক রেজাউল করিম ও রেদোয়ানের রহমান শামীম সহ এলাকার কিছু ধর্মপ্রান মুসলমানদের অক্লান্ত পরিশ্রম এবং নিজাম উদ্দিন হুরু মিয়ার একক অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করা হয়।

 

জানা গেছে, অত্র এলাকার ধর্মপ্রান কিছু ব্যক্তির দেওয়া ৪ শতাংশ জায়গা জুড়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে কবিরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিল দেলোয়ার হোসেন চৌধুরী মোহনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়ান, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ আরো অনেকে।

 

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাংবাদিক জহিরুল হক জহির, নুর আলম বিপ্লব, মোঃ আবদুল্যাহ চৌধুরী, আনোয়ার তোহা, মোঃ হারুন, গাজী রুবেল, শহিদুল ইসলাম, মোঃ রাজিব প্রমুখ।