নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটবাহী ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাইফা আক্তার (৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুরুল আমিনের মেয়ে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল সাইফা। ওই সময় ইট বোঝাই করা বেপরোয়া গতির ট্রাক পিছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।