ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর রেমিটেন্স যোদ্ধাকে আবুধাবিতে কুপিয়ে হত্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

আবুধাবিতে মোঃ মহিন উদ্দিন প্রকাশ লিটন (৪৫) নামের এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের কেয়াম উদ্দিন হাজী বাড়ির হাজী আবদুল ছালামের ছেলে। সোমবার তার মৃুত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছলে পরিবারে শোকের মাতম শুরু হয়।

 

নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা গত সাড়ে তিন বছর আগে জীবন ও জীবিকার তাগিদে আবুধাবিতে গিয়ে আল খাতাম নামক স্থানে একটি কোম্পানীতে চাকুরি নেয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোন এক সময় কর্মস্থলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাবার ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশ্বে ফেলে রেখে যায়।

পরে পথচারীরা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করান।

 

২৮ সেপ্টেম্বর সে দেশের স্থানীয় সময় সকাল ৭টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ রবিবার গভীর রাতে গ্রামের বাড়িতে পৌছালে পরিবারের শুরু হয় শোকের মাতম।

 

জানা গেছে, দুদিন ধরে তার ফোন কল এবং খোঁজ খবর না পাওয়ায় তার মা নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী রিমনের মামা জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে বিষয়টি জানায়।

 

টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক ছিলেন। নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল।