নোয়াখালীর বেগমগঞ্জে ত্রাণ দিতে আসায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর সহ ককটেল হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১আগস্ট)রাতে ভুক্তভোগী ব্যবসায়ী বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এর আগে, শুক্রবার ৩০ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জাহানাবাদ মৃধ্ধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো.দাউদ উল্যাহ হিল মজিদ (৪৫) বলেন, আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক। এলাকার বন্যা দুর্গত মানুষের অনুরোধে ত্রাণ দিতে গত ২৮ আগস্ট রাতে গ্রামের বাড়িতে আসি। এরপর গত ২৯ ও ৩০ আগস্ট উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ,নানুপুর,তৈয়বপুর,জায়েদপুর,রফিকপুর গ্রামের ৬০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করি। বানভাসি মানুষের জন্য এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। কিন্ত অস্ত্রধারীদের হুমকিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থগিত করেছি।
ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের যোগসাজশে একই এলাকার সাদ্দাম হোসেন,সাবেক মেম্বার আবু তালেব, রাকিব, বোমা মানিক, কামাল হোসেনের নেতৃত্বে আমার বসসঘরে হামলা চালায়।
ওই সময় হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে যাওয়ার পথে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,হামলাকারীরা আমার অনুসারী নই। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাউদের ভাই সাবেক ইউপি সদস্য এগুলো নিয়ে একটু সমস্যায় আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ারুল ইসলাম বলেন,ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন। অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।