ঢাকারবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
  1. Uncategorized
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস
  6. খেলাধুলা
  7. চাকুরি
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. প্রবাসের খবর
  12. বিনোদন
  13. মিডিয়া
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নোয়াখালীর মুছাপুর স্লুইসগেইট পুনঃনির্মাণ দাবিতে মানববন্ধন

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এবং ফেনী জেলার মানুষের প্রাণের দাবী মুছাপুর স্লুইসগেইট পুনঃনির্মাণ এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে শনিবার (৩১ আগস্ট)সকালে বসুরহাট জিরো পয়েন্টে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনতা। এতে কোম্পানীগঞ্জের কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা মুছাপুর স্লুইসগেইটি ভেঙে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, স্লুইসগেইটটি পুনঃনির্মাণ না হলে বর্ষা মৌসুমে এলাকায় আরও ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকির সম্মুখীন হতে হবে। স্লুইসগেইটটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য পানির চাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে, কিন্তু বর্তমানে এটি ভেঙে পড়ায় এলাকার অনেকেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বাড়ি ছাড়া হয়েছে কয়েকশ পরিবার।

 

বক্তারা আরও জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও পর্যন্ত প্রয়োজনীয় ক্ষতিপূরণ পায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

 

মানববন্ধনে উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান,এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। এই মানববন্ধনের মাধ্যমে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর মানুষ তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকার জানান।